*****জহর নবোদয় বিদ্যালয় সম্পর্কিত কিছু কথা****
জহর নবোদয় বিদ্যলয় দিল্লি বোর্ডের অর্ন্তগত কেন্দ্রীয় সরকারের একটি স্ব-শাসিত ইংরেজী মাধ্যমের আবাসিক বিদ্যালয়।এখানে ষষ্ঠ শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত বিনা খরচায়(থাকা+খাওয়া+পোষাক+চিকিৎসা+বই+খাতা+কলম+স্কুল ড্রেস+জুতো+তেল+সাবান সহ নানা প্রয়োজনীয় সামগ্রী)ভারতবর্ষের 530 টি জেলাভিত্তিক বিদ্যালয়ে শিক্ষাদান করা হয়। এছাড়াও এখানে স্কুল ক্যাম্পাসের ভিতরে সমস্ত রকম INDOOR ও OUTDOOR GAME,শরীরচর্চা,NCC,SCOUT,MUSIC,COMPUTER ও DRAWING সহ নানান বিষয়ে শিক্ষাদান করা হয়।
***কিভাবে এখানে ভর্তি হওয়া যায়****
চলতি বৎসরের FEBRUARY/MARCH মাসে 100 নম্বরের একটি প্রতিযোগিতা মূলক পরীক্ষার (যা ভারতবর্ষের সব জায়গায় একটি দিনে নেওয়া হয়)মাধ্যমে ছাত্র-ছাত্রীদের নির্বাচন করা হয় এবং AUGUST মাসের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ন করা হয়।
****সরকারের এই বিদ্যালয় স্থাপনের উদ্দেশ্য***
সমগ্র ভারতবর্ষের গ্রামীন ও শহরতলীর ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতা মূলক পরীক্ষার মাধ্যমে মেধা অন্বেষন করে উপযুক্ত
সার্বিক শিক্ষার মাধ্যমে মানব সম্পদ তৈরী করে উন্নততম ভারতবর্ষ গঠন করা।
***কেন আপনি আপনার ছেলে/মেয়েকে নবোদয় বিদ্যালয়ে ভর্তি করবেন ***
(1) শৃংখলাপরায়ন করার জন্য (2) নিজের কাজ নিজে করার দক্ষতা অর্জনের জন্য (3) হিন্দি ও ইংরেজীতে লেখা ও কথা বলার দক্ষতা অর্জনের জন্য (4) বৃহত্তর জগতের সাথে সম্পর্ক স্থাপনের সুযোগ পাওয়ার জন্য (5) মোবাইল ও টিভি থেকে দূরে রাখার জন্য (কারন ওখানে এগুলো ALLOW নেই) (6) দশম শ্রেনীতে অনুষ্ঠিত প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে উর্ত্তীন মেধাবী ছাত্র-ছাত্রীদের 2 বৎসর কাল ধরে (একাদশ ও দ্বাদশ শ্রেনীতে পাঠরত থাকা কালীন) বিশেষ জায়গায় JOINT,NEET,MAINS,ADVANCE পরীক্ষার জন্য আলাদা ভাবে প্রশিক্ষনের জন্য বা SCHOLARSHIP নিয়ে বিদেশে পড়ার জন্য।
🖋️ সুব্রত সিনহা
6295538587
জহর নবোদয় বিদ্যালয়ে (আবাসিক) ষষ্ঠ শ্রেণীতে ভর্তির পরাীক্ষার প্রস্তুতির 15 বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক।

.jpg)
.jpg)
.jpg)
 
 
